সাবেক এফবিআই প্রধানের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন ট্রাম্প
প্রকাশিত : ১৩:০৪, ১০ জুন ২০১৭

সাবেক এফবিআই প্রধান জেমস কমির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউজে এক আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। রাশিয়ার সাথে আতাঁতের বিষয়ে তদন্তে কোন হস্তক্ষেপ না করার কথা বলেন তিনি। অপসারিত এফবিআই প্রধান তাকে জড়িয়ে যে অভিযোগ করেছেন, তা বরাবরের মত অস্বীকার করেন ট্রাম্প।এরআগে সিনেট শুনানিতে ফ্লিনের তদন্ত প্রত্যাহারে ট্রাম্পের চেষ্টার কথা জানান কমি। দায়িত্ব নেয়ার পর ট্রাম্প তার কাছে আনুগত্য চান বলেও দাবি করেন সাবেক এফবিআই প্রধান। এদিকে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্তের স্বার্থে ট্রাম্প-কমির কথোপকথনের অডিও রেকর্ডিং চেয়েছে সিনেটের তদন্তকারী দল।
আরও পড়ুন